নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    বাঁকুড়ার জোড়হিড়ায় এলাকায় এক বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিক  মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল রাত্রি ৮ টা নাগাদ স্থানীয় ঠিকা শ্রমিক তপন রায় জোড়হিড়ার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় কাজে যোগ দিতে আসেন। এবং কাজ করার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এই দুর্ঘটনায় তিনি গুরুতর ভাবে আহত হয়।গুরুতর অবস্থায় তাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এর পরই মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে রাতেই স্থানীয় গ্রামবাসী ও শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে শুরু করেন। গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ।

মৃত শ্রমিকের পরিবারের দাবি তাদেরকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও মাসে ৫০০০ টাকা করে মৃত শ্রমিকের স্ত্রীর হাতে দিতে হবে। এই দাবি তুলে কারখানার ভিতরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। যদিও কারখানার তরফ থেকে ২ লক্ষ টাকার বেশি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় কারখানার আধিকারিকদের কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারী শ্রমিকরা এবং স্থানীয় মানুষদের দাবি দীর্ঘদিন ধরে এই কারখানার শ্রমিকদের কোনো নিরাপত্তার কথা ভাবছে না কারখানার তরফে। একপ্রকার নিরাপত্তাহীনতায় ভুগছে কারখানার শ্রমিকরা। মৃত দেহটিকে ছাতনা থানা পুলিশ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।