অবতক খবর,৯ আগস্ট: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পোমিয়া মোড়ে গত ৪ তারিখ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই গ্রামের 3 জন সহ ১ ড্রাইভার, মোট ৪ জনের।

আহত হয়েছেন এক মহিলা, তিনি এখনো ভর্তি আছেন মুর্শিদাবাদ মেডিক্যাল হসপিটালে।
গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
স্থানীয় বিধায়কের প্রতিশ্রুতি ও নবগ্রাম থানার তৎপরতায় অবরোধ তুলে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেয় সেই রাস্তা ঠিক করে দেওয়ার।

পমিয়া মোড়ে রাস্তা পরিদর্শন করতে এলেন HCC চিফ ইঞ্জিনিয়ার ও বহরমপুর ট্রাফিক ডিএসপি সাহেব, নবগ্রাম থানার ওসি, নবগ্রামের BDO, নবগ্রাম বিধানসভার বিধায়ক এমএলএ কানাই চন্দ্র মন্ডল,
নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ইরশাদ আলী, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ এনায়েতুল্লাহ।