অবতক খবর :: জলপাইগুড়ি :: জলপাইগুড়িতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ার বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এই ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
পাথর উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে । বড় বড় গর্তে জল জমে রয়েছে । গাড়ি বা সাইকেল তো দূরের কথা হাঁটাও দুর্বিসহ এই রাস্তায়। এদিকে গত বছর পুজোর আগে আম্রুত প্রকল্পে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের নামে জলপাইগুড়ি পৌরসভার সমস্ত রাস্তা ভেঙে পাইপলাইন ঢোকানো হয়েছে। আম্রুদ প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল এখনো ঘরে ঘরে পৌঁছায়নি , রাস্তাও সংস্কার হয়নি।
এদিকে বর্ষা চলে আসায় ভাঙ্গা রাস্তা নিয়ে দুর্বিষহ অবস্থা জলপাইগুড়ি পৌরসভার বাসিন্দাদের। পৌরসভার প্রশাসক বোর্ডের এতে কোনো হেলদোল আছে বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন ঘোষপাড়ার বাসিন্দারা। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে আরো বড় আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তারা।