নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : ধূপগুড়ি :     বেড়েই চলছে সংক্রমণ। একদিকে নবান্ন যখন নির্দেশিকা জারি করেছে মাস্ক পরা বাধ্যতামূলক তখন সেই জায়গায় দাঁড়িয়ে মাস্ক বিহীন ধূপগুড়ির অধিকাংশ মানুষ। বিশেষ করে ধূপগুড়ি পৌর এলাকার কিছু অংশের মানুষ একদমই মাস্ক বিহীন। তাতে করে বাড়ছে সাধারণ মানুষের মনে আতঙ্ক।

কারো কারো মুখে আবার মাস্ক থাকলেও তা থাকছে থুতনির নিচে। দেশের সঙ্গে রাজ্য দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। ভয়াবহ রূপ ধারণ করছে করোনার দ্বিতীয় ঢেউ। তবুও মানুষ সচেতন নয়। সচেতন নয় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির মানুষ।

ইতিমধ্যে ধূপগুড়ি পুরসভার তরফে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে করোনা পরিস্থিতি নিয়ে। চলছে শহর জুড়ে মাইকিং করে মাস্ক পড়ার আবেদন। তবুও মানুষের ফিরছে না হুস।