অবতক খবর , উত্তর দিনাজপুর : বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে নবী দিবসের জুলুসের গাড়িতে লেগে গেল আগুন। আর সেই আগুন ছড়িয়ে পড়ল গাড়িতে থাকা একাধিক মানুষদের মধ্যে। অগ্নিদগ্ধ হয়ে এক কিশোরী ও এক কিশোরের মৃত্যুর পাশাপাশি জখম তেরো জন।
শুক্রবার সকালে ইসলামপুর থানার শিয়ালতোর এলাকায় এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অগ্নিদগ্ধ হিয়ে জখম তেরো জন। এদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে ।এদের মধ্যে পাঁচ জনের পরিস্থিতির অবনতি হওয়ায় তাদেরকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।
এদিন ঘটনার খবর শুনে ইসলামপুর মহকুমা হাসপাতালে উপস্থিত হন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন সহ বিভিন্ন দলের নেতৃত্ব। মন্ত্রী গোলাম রাব্বানী জানান ,এমনই একটি বিশেষ দিনে এ ধরনের ঘটনা রীতিমতো অপ্রত্যাশিত।বিদ্যুতের তার নিচে ছিল কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তৎপরতার সঙ্গে এদের চিকিৎসার ব্যাপারেও হাসপাতালে চিকিত্সকদের সঙ্গে আলোচনা করেছেন মন্ত্রী রাব্বানী।
মৃত দুই কিশোরী ও কিশোরের নাম যথাক্রমে অঞ্জলি খাতুন (১০) ও মহম্মদ রাজাব (১১)। এদের মধ্যে অঞ্জলি খাতুন বেড়াতে এসেছিল তার আত্মীয়র বাড়িতে। জুলুসে অংশগ্রহণের পরে এদিন তার বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই এই ঘটনা। আচমকা দুই কিশোরীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ দুই পরিবারের সদস্যরা। নবী দিবসের মুহূর্তে অন্যান্য বিভিন্ন সংগঠন যখন তাদের জুলুস ও অন্যান্য কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে তখন তাদের সেই প্রস্তুতি যেন জোর ধাক্কা খেলো এ ঘটনায়। নবী দিবসের আনন্দে জুড়ে গেল শোকের আবহ। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।।