অবতক খবর, বারাকপুর: সংবাদ শিরোনামে উঠে এলো জগদ্দল। পার্টি অফিস দখল করা নিয়ে জগদ্দলে বোমাবাজি। মঙ্গলবার জগদ্দলের সুন্দিয়াপাড়ায় বিজেপির পার্টি অফিস দখল করলো তৃণমূল। ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং-এর দাবী, এদিন পার্টি অফিস দখলে তাদের বাঁধা দিতে গেলে, তৃণমূলের দুস্কৃতিরা তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে বলে অভিযোগ। অন্যদিকে বিজেপির তরফেই এই বোমা ছোঁড়া হয়েছে বলে পাল্টা অভিযোগ করে তৃণমূল।
এই বোমাবাজির ঘটনা নিয়ে ভাটপাড়ার বিধায়ক পবন সিং জানিয়েছেন, ‘সন্ধ্যের সময়ে খবর আসে পার্টি অফিস্ দখলের। আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। আমরা গিয়ে দেখি ১৫০ মতো লোকের জমায়েত হয়েছে। জিতেন্দ্র চৌধুরী , টিঙ্কু ঘোষের ছেলেরা পার্টি অফিস দখলের চেষ্টা করছে। আমদের সঙ্গে ধাক্কাধাক্কি হতে থাকে। তখন আমার নিরাপত্তা রক্ষীরা আমাকে সরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে দাঁড়িয়ে আইসি জগদ্দলকে ফোন করা হয়। কিন্ত মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হতে থাকে। শেষে ঘটনবাস্থল থেকে বের হওয়ার সময়েই আমার গাড়ি লক্ষ্য করে দুটো বোমা ছোড়া হয়। কিন্তু ওই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে।’ এদিকে পবন সিং এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ নিয়ে ভাটপাড়া বিধায়ক বলেছেন, ‘আমরা বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।জনগণ ঘটনাস্থলে দাঁড়িয়েছিল, তারাই গোটা ঘটনার সাক্ষী। আমার ওপরে দুবার আক্রমণ করা হয়েছে, কপাল গুনে দুবার বেঁচে গিয়েছে।’
১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ গুহ বলেছেন ,’ এটা তৃণমূলের অফিস। এই অফিসে আমি নিয়মিত বসতাম। ২৩ মে লোকসভা ভোটের পর থেকে এই পার্টি অফিস বিজেপি দখল করে নেয়। এই পার্টি অফিসের দখল আমরা যে ফিরে পাই। আমি এই পার্টি অফিসে বসেছিল। আমাকে টার্গেট করে বোমা মেরেছে। কোনোমতে প্রাণে বেঁচে গিয়েছে। এখানকার মানুষ বোমা, গুলি কখনও দেখেনি। অর্জুন সিং এর সৌজন্যে এই অঞ্চলের মানুষ, বোমা গুলি দেখছে। তবে আমরা বিচলিত নই। মানুষের কাজের জন্য আমরা এই পার্টি অফিস ব্যবহার করবো।’ এই ঘটনা নিয়ে ভাটপাড়ার তৃণমূল অবজারভার সোমনাথ শ্যাম বলেছেন, ‘এই পার্টি অফিস আমরা পূর্ণদখল করিনি, এটা আমাদেরই পার্টি অফিস ছিল। বিজেপি একটা ব্যানার টাঙিয়ে রেখেছিল। আমরা আজ থেকে এই পার্টি অফিস নিয়ে নিয়েছি। এরই মধ্যে পবন সিং, পাপ্পু সিং আচমকাই চলে আসলেন, সঙ্গে বাইক বাহিনী নিয়ে এবং দুখানা বোমা চার্জ করেছেন, তবে কেউ আহত হয়নি। অর্জুন সিং ,তার ছেলে এবং ভাইপোর এটা চিরাচরিত কাহিনী। যেখানে এরা যায় বোমা নিয়ে যায়। ভাটপাড়া পুরসভা হাতছাড়া হওয়ার এলাকায় আতঙ্ক, অশান্তির উদ্দেশ্যে এই বোমাবাজি। যতগুলো পার্টি অফিস ওরা দখল করে বন্ধ করে রেখেছে নিয়ে রেখেছে সবকটা আমরা পুনরায় নিয়ে নেবো। ভাটপাড়া পুরসভা আমরা পুনরায় দখল করেছি, তাই আগামী দিনে সংর্ঘষ হলেও আমরা ভয় পাচ্ছি না।
আর তৃণমূল নেতা টিঙ্কু ঘোষ বলেছেন, ‘এই পার্টি অফিস আজ পুনরুদ্ধার করা হয়েছে। লোকসভা ভোটের পর থেকে যে পরিমান সন্ত্রাস কায়েম করা হয়েছিল তাতে করে মানুষ বুঝতে পেরে আবার আমাদের কাছে ফিরে এসেছে। একই কারণে কাউন্সিলররা ফিরে এসেছে। আমরা পুরবোর্ড নিয়েছি, মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে।’ বোমাবাজি নিয়ে এই তৃণমূল নেতা বলেছেন , ‘বিধায়ক পবন সিং গাড়িতে করে এসে বোমা মেরেছে। এরপর ক্ষিপ্ত জনগণ গাড়ি তাড়া করে একটি গাড়ি ধরে ফেলে। ওই গাড়ি থেকেই ব্যাগ ভর্তি বোমা, পিস্তল পাওয়া গিয়েছে, পুলিশ এগুলো বাজেয়াপ্ত করেছে।’