অবতক খবর, সংবাদদাতা, উত্তর দিনাজপুর :: এক টিকিট ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার লাহিল ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে ছিনতাইকারী যুবকের কাছ থেকে। ঘটনার তদন্তে চাকুলিয়া থানার পুলিশ।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, এদিন দুপুরে রাহুল দাস নামে এক টিকিট ব্যবসায়ী অটোতে চেপে রামপুর থেকে কানকি যাচ্ছিল। যাওয়ার পথে লাহিল এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে এক দুষ্কৃতি ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অটোতে বসে থাকা যাত্রীরা ধাওয়া করে ছিনতাইকারী যুবককে হাতেনাতে ধরে ফেলে। সেখানেই চলে গণধোলাই। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ধৃতকে উদ্ধার করে চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্ত্তি করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ধৃতের বাড়ি বিহার এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।