অবতক খবর,১০ ফেব্রুয়ারি,মালদা,সানু ইসলামঃ ব্যাংকের লোন পরিশোধ করতে না পাড়ায় গোবরজনা এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ও মিল সিল করল ব্যাংক কর্তৃপক্ষ।আইনি নির্দেশ মতই পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে শুক্রবার পঞ্চায়েত সদস্যের বাড়ি ও মুড়ির মিল সিল করে দেওয়া হয়।জানাগেছে, মালদার রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবরজনা এলাকার বাসিন্দা তপন মন্ডল।
তিনি আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্য। ২০০৮ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৩৫ লক্ষ টাকা লোন নিয়েছিলেন এই ব্যাক্তি। দীর্ঘদিন ধরে ব্যাংক কর্তৃপক্ষ লোন পরিশোধ করতে বলা হলেও কোনভাবেই লোন পরিশোধ করছিলেন না তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য।অবশেষে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিলিগুড়ির অধিকারীদের উপস্থিতিতে বাড়ি ও মুড়ির মিল সিল করে দেওয়া হলো শুক্রবার। ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে, আইনি নির্দেশ মতোই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীতে আইনি যা নির্দেশ হবে সে মতোই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।