অবতক খবর,৯ এপ্রিল: ব্যাংকে গ্রাহকদের জমানো নগদ টাকা ব্যাঙ্ক থেকে তুলতে না পারায় সমস্যায় কান্দির জীবন্তি এলাকার মানুষ।
জানা গিয়েছে কান্দি থানার অন্তর্গত জীবন্তি এলাকার একমাত্র ব্যাঙ্ক জীবন্তি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা। এই শাখার উপর নির্ভর করে কয়েক হাজার গ্রাহক টাকা লেনদেন করেন। তবে ঈদের আগে ব্যাঙ্কে প্রয়োজনীয় নগদ টাকা তুলতে না পেরে সমস্যায় পড়েছেন একাধিক গ্রাহক।
এছাড়াও গ্রাহকদের অভিযোগ অনেকের ব্যাঙ্ককের পাস বই আধার লিঙ্ক কিংবা কে ওয়াই সি সংক্রান্ত বিষয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদের আগে টাকা তুলতে গিয়ে দেওয়া হচ্ছে না টাকা। বন্ধ করা বই চালু করার জন্য নির্দিষ্ট কাগজ পত্র জমা দিয়েও সঠিক সময়ে বই চালু না হওয়ায় ব্যাঙ্ক থেকে জমানো টাকা তুলতে না পারায় সমস্যায় পড়েছেন জীবন্তি এলাকার কয়েক হাজার মানুষ।
এলাকার মানুষ ও গ্রাহকরা জানান এই সমস্যা আজকের নতুন নয় দীর্ঘদিনের সমস্যা। একটি নতুন ব্যাঙ্কের শাখা হলে সমস্যা মিটবে বলে দবী।
যদিও এ বিষয়ে ব্যাঙ্ক জীবন্তি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার ম্যানেজার ধ্রুবজ্যোতি মিশ্রর কাছে জানতে চাইলে, ম্যানেজার বিষয়টা নিয়ে এড়িয়ে দিতে চেয়েছেন। তবুও তিনি জানান পরিমান মতো টাকার সাপ্লাই নেই, সমস্যার কথা হেড অফিস জানিয়েছি, আশাকরি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।