অবতক খবর ::কেশবপুর, পূর্ব বর্ধমান :: ব্যাংক একাউন্টে টাকা ঢোকা কে কেন্দ্র করে, সোশ্যাল ডিস্টেন্স কে উপেক্ষা করে লকডাউন চলাকালীন নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে জমায়েত ব্যাংকে।সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পূর্ব বর্ধমানের কেশবপুর ব্রাঞ্চে ঘটনাটি ঘটেছে। সকাল 10টা নাগাদ ব্যাংকের সামনে লম্বা লাইন পড়ে যায়। অনেকের একাউন্টে টাকা আসছে বলেই প্রত্যেকে তাদের পাস বই আপডেট করতে ও টাকা তুলতে জমায়েত করেছে বলে জানা যায়।
লকডাউনের নিয়ম না মেনে নির্দিষ্ট দূরত্ব ছাড়াই একে অপরের গা ঘেষে দাঁড়িয়ে আছে পাস বই আপডেটের আশায়।গ্রাহকরা দাবি করেছেন তাদেরকে কোনো ব্যাংকের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়নি। তবে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জানান যে তারা রীতিমতো সকলকে সতর্ক করেছে সোশ্যাল ডিস্টেন্স রাখার কিন্তু গ্রাহকরা তা লঙ্ঘন করে জমায়েত হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরও জানান যে এব্যাপারে তিনি প্রশাসনকে জানিয়েছেন।