অবতক খবর : ব্যারাকপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিভাবকরা। তাদের অভিযোগ,এই বেসরকারী স্কুলে বেশ কয়েকটি বাস থাকলেও ইছাপুর, শ্যামনগরের যেসমস্ত ছাত্রছাত্রীরা তাদের জন্য যে বাস রয়েছে সেই বাসটি যান্ত্রিক ত্রুটি সম্পন্ন। কারণ চলতি বছরেই বাসটি তিনবার পথ দুর্ঘটনার কবলে পড়েছে। গত পরশুদিন বাসটি ব্যারাকপুর ফ্লাইওভার থেকে নামার সময় ব্রেক ফেল করে পরপর তিনটি গাড়িকে ধাক্কা মারে। সেই সময়ে বাসে স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। তারা অল্পবিস্তর আহত হন। স্কুল কর্তৃপক্ষকে বারংবার বাসটি বদল করে দেওয়ার কথা বললেও কর্তৃপক্ষ তাতে কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ অভিভাবকদের। এই কারণেই তারা স্কুল বাসের রুট পারমিট যাতে বাতিল করা হয় সেই আবেদন জানিয়ে টিটাগড় থানায় লিখিত অভিযোগ করেছেন। অপরদিকে স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এমনকি দেখা করতে তারা অস্বীকার করেন।