অবতক খবর,২৭সেপ্টেম্বর: গত ২৫ সেপ্টেম্বর ছিল পন্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী। বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে এই বিশেষ দিনটিকে পালন করা হয়েছে। ঠিক সেইরকমই ভাটপাড়ায় এই বিশেষ দিনটিকে বিশেষভাবে পালন করলেন ভাটপাড়ার দাপুটে নেতা সন্তোষ সিং।

অনুষ্ঠান শেষে তিনি বলেন, “বিজেপির নেতা এবং কর্মীরা সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। বিজেপির ভেতরে কি হচ্ছে এবং কেন হচ্ছে বা কাদের জন্য হচ্ছে তা এখন মানুষ বুঝতে পারছেন।”

নাম না করে তিনি ব্যারাকপুরের বিজেপি সাংসদকে কটাক্ষ করেছেন। তিনি বলেন,”২০১৬ সালে যখন এই ভাটপাড়ায় পুলিশি রাজত্ব কায়েম হয়েছিল তখন মাননীয় সাংসদ শাসক দলে ছিলেন। তাঁর ভয়ে এবং পুলিশের অত্যাচারে মানুষ ঘরের বাইরে বেরোতে পারতেন না। সেই সময় এই অঞ্চলে এর বিরুদ্ধে যখন কেউ আওয়াজ তোলার সাহস পায়নি ঠিক সেইসময় আমি বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছি। কিন্তু এরপর এমন কোন কেস ছিল না,এমন কোন ধারা ছিল না যা আমাকে দেওয়া হয়নি।

লড়াই করে আমি বিজেপিতে রয়েছি। আর আমি লড়াইয়ে বিশ্বাস করি। আমার বিরুদ্ধে তিনি একটা দুর্নীতির প্রমাণ করে দেখান। আমাকে অপমান করে কি হবে! নিজে কাজ করুন। এই অঞ্চলে বিজেপির হাত আমি শক্ত করেছিলাম। আমি বিজেপির পতাকা ধরেছি নিঃস্বার্থভাবে। কোন বিধায়ক বা মন্ত্রী পদ পাওয়ার জন্য আমি এসব করিনি। ষড়যন্ত্র করে আমার পদ ছিনিয়ে নেওয়া হয়েছে। কেন সরানো হয়েছিল অরিন্দম দে কে? আমি কোন পদের আশায় দল করি না। কিছু চোর চিটিংবাজ দলে চলে এসেছে। যার ফলে আজকে দলের এই অবস্থা। কিন্তু আমরা লড়াই করব। আমার পাশে আছে গোটা ভাটপাড়াবাসী। আমি বিজেপি দলের নীতি আদর্শ নিয়ে চলি। শত বাধা-বিপত্তি আসলেও আমি এই নীতি আদর্শেই চলবো।”