অবতক খবর : ব্যারাকপুর প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে জব ফেয়ার এবং কৌশল মেলা অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংস্থার আধিকারিকরা। এছাড়াও ওরিওন এডুটেক(ORION EDUTECH) এর পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ম্যানেজার সুনীল শুল্কা এবং প্লেসমেন্ট ম্যানেজার অভিজিৎ রায়। এই ইনস্টিটিউটের দুই বছরের ছাত্রসংখ্যা প্রায় ৪ হাজার। তারমধ্যে পরীক্ষা দিয়েছে ২২০০ জন। যারমধ্যে পাশ করেছে ১৮০০ জন এবং এর মধ্যে ১৭ জনকে এদিন সার্টিফিকেট প্রদান করা হয়। একদিকে যেমন উত্তীর্ণ ছাত্রদের সার্টিফিকেট ও প্লেসমেন্ট দেওয়া হল, তেমনি বেশকিছু ছাত্র-ছাত্রীদের অফার লেটারও দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে পাঁচটি নামি কোম্পানির আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং বেশ কিছু ছাত্র-ছাত্রী যোগ্যতা অনুযায়ী তাদের নাম নিয়ে গেছেন। জানা গেছে, যাদের পরীক্ষা বাকি রয়েছে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের নাম সিলেকশন করে নিয়ে গেছেন তারা।