অবতক খবর,১১ ফেব্রুয়ারি: গত তিন দিন ধরে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের এর ধারে বাসুদেবপুর মোড়ের কাছে একটি কন্টেইনার দাঁড়িয়েছিল। বাসুদেবপুর থানার পুলিশের সন্দেহ হওয়ায় রবিবার রাতে গাড়িটিকে খুলে দেখে ভেতরে একটি কোম্পানির সামগ্রীর প্যাকেট দেখতে পায়। তারই মধ্যে প্রচুর পরিমাণে নিষিদ্ধ তরল রাখা ছিল। আর এই প্যাকেট ভর্তি কন্টেনারটি গাজিয়াবাদ থেকে হাওড়ার পাঁচলা যাওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎ করেই এই গাড়ির চালক ও খালাসী গাড়ি রেখে এখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ।
আর সেই গাড়ির চালক এবং খালাসী মাঝপথে এই নিষিদ্ধ তরল মাদক নিয়ে যাচ্ছিল বলে এই কন্টেইনারের পরিবহন সংস্থার দাবি। যা নিয়ে ইতিমধ্যেই তরল মাদক এবং গাড়িকে আটক করে তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।