অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের তরফে আজ ব্যারাকপুর কোর্টের সামনে এক অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল। মূলত ল ক্লার্কদের প্রতি বঞ্চনা, বৈষম্য, অবহেলার প্রতিবাদে এবং বেশ কয়েকটি ন্যায্য যুক্তি সঙ্গত দাবি দাওয়া নিয়ে আদালতের সামনে ব্যস্ততম রোড অবরোধ করে ব্যারাকপুর কোর্টের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাজ্য কমিটির ডাকে রাজ্যের আজ রাজ্যের বিভিন্ন আদালতে একই সময় এই অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল। মূলত 11 দফা দাবি নিয়ে এই পথ অবরোধে সামিল হয়েছিলেন ল ক্লার্কের সদস্যরা। তাদের দাবি, গোটা পশ্চিমবঙ্গে এটি সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন। রাজ্য সরকারকে তাদের নানান দাবি দেওয়ার কথা বহুবার জানালেও সেই বিষয়ে কোন সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই আজ রাজ্যের বিভিন্ন আদালতের সামনে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের তরফে এই অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে।