অবতক খবর,৩০ জুলাইঃ আজ ব্যারকাপুর অঞ্চলে শিখ ফোরামের পক্ষ থেকে গুরুদুয়ারায় এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে এই অঞ্চলের প্রায় ১২-১৫টি স্কুল অংশগ্রহণ করে। এই স্কুলের ছোট ছোট বাচ্চাদের গুরুর প্রতি আস্থা আনার জন্য এক অভিনব উদ্যোগ নেওয়া হল।
এই যুগের ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার চাপ পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটিজের জন্য তারা হয়তো কোথাও না কোথাও নিজেদের গুরুর থেকে দূরে সরে যাচ্ছে। গুরুর প্রতি আস্থা এবং বিশ্বাস আনার জন্য তাদের নিয়ে আজ একটি ইন্টার স্কুল কম্পিটিশনের আয়োজন করা হলো। এই কম্পিটিশনে ছিল কীর্তন। কে ভালো কীর্তন করতে পারে,ভক্তিমূলক গান সুন্দরভাবে পরিবেশন করতে পারে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
এই ইন্টার স্কুল কম্পিটিশনে উপস্থিত ছিলেন শিখ ধর্মালম্বী মানুষেরা। গুরুদুয়ারার প্রেসিডেন্ট প্রিতপাল সিং বলেন, তারা এইরকম একটি কম্পিটিশনের আয়োজন প্রতিবছরই করে থাকেন।
অন্যদিকে বীজপুর থেকে উপস্থিত ছিলেন দেবেন্দ্র সিং (টনি)। তিনি জানান, প্রতিবছরই এই অনুষ্ঠান হয়ে থাকে আমাদের বীজপুর অঞ্চলেও এইরকম একটি অনুষ্ঠানের উদ্যোগ আমরা শীঘ্রই নিচ্ছি।