অবতক খবর,২১ মার্চ: ব্যারাকপুর নাট্য সমন্বয় এবং ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে প্রথম বর্ষ নাট্য উৎসব এই নাট্য উৎসবে মোট ২১ টা নাটক মঞ্চস্থ হবে তার মধ্যে আঠারোটা নাট্য দলের ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত অঞ্চলের মধ্যে এবং তিনটে নাট্য দল আসবে নৈহাটি থেকে।
এই নাট্য উৎসবের শুভ সূচনা হবে আগামী ২৫শে মার্চ মঙ্গলবার বিকেল চারটে ত্রিশ মিনিটে ব্যারাকপুর সুকান্ত সদনে এই বিষয় নিয়ে আজ বিকেলে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাসের ঘরে সাংবাদিক সম্মেলন করে জানান বিস্তারিতভাবে এই নাট্য উৎসব করার বিষয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র শিল্পী রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রভাত ঘোষ ও বিশিষ্ট নাট্যকার নাট্য দল পরিচালক সম্রাট মুখোপাধ্যায়।