অবতক খবর,৩ জুলাই: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে তৈরি হচ্ছে নতুন আরো ৮টি থানা।
সূত্রের খবর,স্বাধীনতা দিবসের আগেই এই ৮টি নতুন থানা হচ্ছে।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ থানার সংখ্যা বর্তমানে ১৫টি। আরও ৮টি যুক্ত হলে বেড়ে হবে মোট ২৩টি থানা।
বেলঘড়িয়া থানা ভেঙে তৈরি হবে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা।
দমদম থানা ভেঙে হবে নাগেরবাজার থানা।
টিটাগড় থানার দুটি গ্রাম পঞ্চায়েত-শিউলি ও মোহনপুর নিয়ে তৈরি হতে চলেছে মোহনপুর থানা। জগদ্দল থানা এলাকার কাউগাছি-১ ও কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হবে বাসুদেবপুর থানা।
এদিকে বীজপুরের গ্রামীণ অংশ নিয়ে তৈরি হবে জেটিয়া থানা।
হালিশহর পৌর এলাকায় গড়ে উঠবে হালিশহর থানা। নৈহাটি পৌরসভা নিয়ে থাকবে নৈহাটি থানা।
নৈহাটি গ্রামীণ এলাকায় শিবদাসপুর ও মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হবে শিবদাসপুর থানা।
এদিকে ভাটপাড়া,জগদ্দলে ঘটে যাওয়া অশান্তির কথা মাথায় রেখে তৈরি হবে নতুন ৩টি পুলিশ আউটপোস্ট। বারুইপাড়ায়, রুস্তম গুমটি এবং গোলঘর এলাকায়।