অবতক খবর : আগামী নির্বাচন কে পাখির চোখ করে সর্ব স্তরের সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে তৃনমূল কংগ্রেস। তারই প্রতিফলন ঘটেছে তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনেও। ব্যারাকপুর সাব ডিভিশনের ১৮ টি চক্রের প্রায় অধিকাংশ চক্রেই নতুনভাবে সভাপতি এবং চারটি করে সার্কেল নিয়ে সেই সব সভাপতিদের মাথার উপরে একজন করে কো-অর্ডিনেটর বা অবসার্ভার বসানো হয়েছে। মূলত ভোটের আগে শিক্ষক সমাজকে সরকারের জনমুখী প্রকল্পের প্রচারের জন্য রাস্তায় নামাতেই এই উদ্যোগ। এছাড়া মূল দলের বিভিন্ন কর্মসূচি তে শিক্ষকদের যাতে আরো বেশী করে পাওয়া যায়, সেই লক্ষেই সম্পূর্ন নতুন ভাবে সংগঠন সাজানো হয়েছে। বিজপুর বিধানসভার অন্তর্গত হালিসহর চক্র, বিজপুর চক্র এবং নৈহাটি বিধানসভার অন্তর্ভুক্ত নৈহাটি চক্র এবং নৈহাটি পূর্ব চক্র – এই চারটি চক্রের কো-অর্ডিনেটর বা অবসার্ভার করা হয়েছে সায়ন্তন চক্রবর্তী কে। এছাড়া বিজপুর চক্রের সভাপতি হয়েছেন সন্দীপন চট্টোপাধ্যায়, হালিসহর চক্রের সভাপতি হয়েছেন অর্ণব তালুকদার, নৈহাটি চক্রের সভাপতি হয়েছেন মোহাম্মদ শাকিল, নৈহাটি পূর্ব চক্রের সভাপতি হয়েছেন সুব্রত সুর। তাদের সাথে যোগাযোগ করলে তাঁরা জানান যে এই নতুন দায়িত্বে তারা খুবই গর্বিত এবং খুব শীঘ্রই তারা কর্মসূচী পালন করতে রাস্তায় নামবেন।