অবতক খবর,৪ জুলাইঃ ব্যারাকপুর সাব ডিভিশনে ভোট প্রচারে সারা ফেলছে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠন। এই মুহূর্তে সারা রাজ্যে মূল রাজনৈতিক চর্চার বিষয় শিক্ষকরা। যেখানে সরকারের বিরোধী দলের শিক্ষকরা যখন ডি এ আদায়ের জন্য আন্দোলন করতে ব্যস্ত, সেখানে ব্যারাকপুর সাব ডিভিশনের বিভিন্ন পঞ্চায়েত অঞ্চলে ভোটের প্রচারে বিরোধী দের ১০ গোল দিয়েছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস অনেক শিক্ষক শিক্ষিকাদের দলীয় প্রতীকে লড়াই করার জন্য মনোনয়ন দিয়েছেন। আর এই বিষয়টি কে কাজে লাগিয়েই তৃণমূলের শিক্ষক সংগঠন মাঠে নেমে পড়েছে সেই সব শিক্ষক শিক্ষিকাদের হয়ে প্রচারের কাজে।
এদিনও কাওগাছি পঞ্চায়েত এলাকায় পদযাত্রা করলো তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা।
শিক্ষক দিবস বড়ুয়া যিনি শ্যামনগরের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতিও বটে, তিনি এবার কাউগাছি পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তার সমর্থনে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন নজরকাড়া মিছিল করলো। শতাধিক শিক্ষক শিক্ষিকা যোগ দেন এই মিছিলে।
এই সাংগঠনিক জেলার শিক্ষক নেতৃত্ব সায়ন্তন চক্রবর্ত্তী, উমা রায়, সুজিত সেনগুপ্ত, সুব্রত বণিক, প্রসেনজিৎ প্রামাণিক সহ দমদম এর শিক্ষক সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাস, দমদম উত্তর এর শিক্ষক সংগঠনের সভাপতি অনাদি বরুই, পানিহাটির শিক্ষক সংগঠনের সভাপতি মানিক পাল, হালিশহরের শিক্ষক সংগঠনের সভাপতি অর্ণব তালুকদার, সহ সভাপতি বিশ্বজিৎ সাহা, নৈহাটির শিক্ষক সংগঠনের কার্যকারী সভাপতি রাজিব বিশ্বাস, ইছাপুর এর শিক্ষক সংগঠনের সভাপতি সন্তোষ শর্মা, জয়ন্ত দাস, ইন্দ্র সেন দের নেতৃত্বে আজ এই সুবিশাল মিছিলটি ৬০ এবং ৬২ নম্বর বুথের বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট ভিক্ষা করার জন্য। দলের প্রচারে শিক্ষকদের রাস্তায় নামতে দেখে স্থানীয় মানুষজন উৎসাহী হয়ে রাস্তার দুধারে বেরিয়ে আসেন। শিক্ষকদের মুখ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা তারা জেনেও নেন।
প্রার্থী শিক্ষক শ্রী দিবস বড়ুয়া জানান,মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জীর সব প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, তাই নতুন করে মানুষকে বোঝানোর কিছু নেই। মানুষ বারবার প্রমাণ করেছেন তারা দিদির সাথেই আছেন। এবারেও দিদির সাথেই মানুষ থাকবেন বলে শিক্ষক সংগঠন আশাবাদী।
এক্ষেত্রে বলাই যায় যে বিরোধীদের শিক্ষক সংগঠনকে ভোট প্রচারের রাজনৈতিক ময়দানে হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের দমদম ব্যারাকপুর শাখার শিক্ষক শিক্ষিকাগণ।