অবতক খবর,৩ জানুয়ারি: দেশ তথা রাজ্যে নতুন বছরে করোনা ও অমিক্রণ এর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় আজ থেকে শুরু ফের কড়াকড়ির নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। এক গুচ্ছ বিধি নিষেধ জারি হয়েছে রাজ্যে। তাতে বাদ পরেনি রেল। বছরের প্রথমে করোনার সংক্রমণ তিনগুণ হয়ে গেছে। কলকাতা এবং উত্তর 24 পরগনার এই পরিস্থিতিতে কালকে নবান্ন থেকে নির্দেশ এসেছে তাতে সবচেয়ে বড় হল নির্দেশ হলো সন্ধ্যা সাতটা পর কোন লোকাল ট্রেন চলবে না, 50% মানুষ নিয়ে চলাচল করতে হবে।
এই পরিস্থিতিতে যাত্রীদের কেউ ভালোভাবে নিলেও বেশিরভাগ লোক মনে করছে এই বিজ্ঞপ্তি তাদের বিপদে ফেলবে।
আজ সকালে শিয়ালদহ মেন লাইনের ব্যস্ততম স্টেশন ব্যারাকপুরে গিয়ে আমাদের ক্যামেরায় উঠে আসলো যাত্রীদের চিন্তাভাবনা ও সামাজিক দূরত্ব মানার নমুনা।