অবতক খবর,১১ এপ্রিল: ভোট চলছে মোতি বাজার কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদের জন্য। এবার প্রার্থী রয়েছেন মোট ১২ জন।যারমধ্যে প্রেসিডেন্ট পদের জন্য লড়েছেন-

বিনোদ মাহাতো

দিলীপ সাউ

ইন্দ্রজিৎ জয়সওয়াল

কাশী রায়

পঙ্কজ কুন্ডু

বিজয় মাহাতো

 

অন্যদিকে সেক্রেটারি পদের জন্য লড়েছেন-

সীতেশ জয়সওয়াল

বিনয় জয়সওয়াল

শম্ভু ঘোষ

বাবলু প্রসাদ

মনোজ কুর্মি

নীলু দা।

 

ওই ওয়ার্ড অর্থাৎ ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার নিজে বসে থেকে ভোট করাচ্ছেন এবং যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেদিকে লক্ষ্য রাখছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন তন্ময় ভট্টাচার্য্য,কানু মজুমদার,বিরজু কেওট এবং সুমন্ত ব্যানার্জী।

কাঁচরাপাড়া মোতি বাজারের সকল ব্যবসায়ীরা একে একে এসে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ব্যালট বক্সে।

শেষ পর্যন্ত মোতিবাজার কমিটির ভোটাভুটি যেটা শুরু হয়েছিল তা দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলে। ভোটার সংখ্যা ছিল ১৫০ জন। ব্যালটের মাধ্যমে এই অঞ্চলে বাজার কমিটিতে কোনদিনও এমন কমিটি গঠিত হয়নি। ব্যবসায়ী সমিতির কমিটি গঠনের এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে।

এই ভোটাভুটিতে নোটাতে একজনের ভোট পড়েছে। ‌কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিনোদ মাহাতো। সম্পাদক হয়েছেন বিনয় জয়সওয়াল,সহ সম্পাদক সীতেশ জয়সওয়াল। সহ সভাপতি দিলীপ সাউ, কোষাধ্যক্ষ কাশীনাথ রায়,হিসাব পরীক্ষক শম্ভু ঘোষ এবং পঙ্কজ কুন্ডু।

উল্লেখযোগ্য পুরাতন কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল,প্রায় ১৫ বছর ধরে এখানে হিসাব পরীক্ষা করা হয় না। ‌ প্রায় সাত লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছিল এবং এখানে স্বাস্থ্যসম্মত কোন প্রক্ষালন গৃহ নেই,নেই শৌচালয়, এই বাজারের চলাচলের রাস্তার ভগ্নদশা এবং বেআইনিভাবে একটি পাঁচিল তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল। কারণ এর ফলে ওই বাজার অঞ্চলের রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়ে। যাই হোক, এই কমিটিতে আলোচিত হয়েছে যে সমস্ত সমস্যা রয়েছে আগামীকাল অর্থাৎ ১২ই এপ্রিল সে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।