আগমনীর আবেশ তৈরি হয়ে গেছে। সে মানেই তো নীল আকাশ, পেঁজা তুলো মেঘ, পদ্মদীঘির জলে লাল পদ্ম,সাদা শাপলা-শালুক আর বিশাল প্রান্তরে কাশফুল দোলে হাওয়ায় হাওয়ায়…
ব্রহ্মের স্তব
তমাল সাহা
পৃথিবীতে অক্সিজেনের স্তর ফুরিয়ে গেছে, তা জেনে জোসেফ প্রিস্টলি বললেন, তুই কিভাবে বেঁচে আছিস?
আমি গায়ে চিমটি কেটে আগের মত আর ব্যথা অনুভব করলাম না
তাকিয়ে দেখি অর্জুন শিরীষ গাছগুলি কাটা হয়ে গেছে
নদী থেকে বালি তোলা হয়ে গেছে এবং মাটি থেকে ভূ সম্পদ
আমি তো ভালো ছাত্র ছিলাম!
বিপদ বুঝে
প্রিয় নারীর বুকে নদীকে তুলে রাখলাম আর তীরদেশে ছড়িয়ে দিলাম কিছু ভূমিজ শস্যবীজ
নিজের চওড়া বুকে পুঁতে দিলাম একটি অর্জুন ও কৃষ্ণচূড়া গাছ
জাতক ও জাতিকার হাতে তুলে দিলাম কিছু মাটি
আর আমার প্রেমিকার অবয়বে রেখে দিলাম একমুঠো জ্যোৎস্না
যা শুরু হয়েছে! ওরা সূর্যেরও দখল নিতে পারে বুঝে কিছু হিরন্ময় রোদ তুলে দিলাম ঝুপড়ি বস্তির মেয়েটির হাতে
জোসেফ প্রিস্টলি বললেন,
রে প্রিয় প্রজন্ম! তুই তো দেখছি ব্রহ্মজ্ঞ।
শুনে রাখ, শব্দই ব্রহ্ম আর
ব্রহ্ম থেকেই ব্রহ্মাণ্ড, মানে পৃথিবী।
পৃথিবীই বিষয়। এছাড়া লেখার আর কোনো বিষয়ই নেই