অবতক খবর,২৮ আগস্ট,নদীয়া:নদীয়ার ভীমপুর গ্রাম পঞ্চায়েতের পাকুর গাছি গ্রামে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ।

যে ব্রিজের উপর দিয়ে ১০ চাকা,১৫ চাকার লরি ও বিভিন্ন রকম কয়লা ভর্তি গাড়ি পারাপার করে প্রতিদিন। এক কথায় বলতে গেলে ভীমপুর থেকে আসা প্রত্যেকটি লরি বাস এমনকি অটো টোটো বিভিন্ন রকম যানবাহনে চলাচলের একমাত্র অবলম্বন এই ব্রিজ।

কিন্তু আজ সকাল বেলায় এই ব্রিজের পাশের এক পাল্লা ভেঙে নদীতে পড়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম বাসীরা ছুটে আসে।
বিপদজনক ব্রিজের পাল্লা ভাঙ্গা পাসটাকে দুটো বাশও লাল কাপড় বেঁধে সকলকে সচেতন করা হয়। এমনকি গ্রামের লোকজন সকলে মিলে সেখানথেকে যাতে ভারি যানবাহন চলাচল করতে না পারে সেজন্য গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়।

খবর পেয়ে ছুটে আসে ভীমপুর থানার পুলিশ। ছুটে আসেন ভীমপুর থানায় ওসি তমাল তরু সরকার। ঘটনাস্থলে এক গাড়ি ফোর্স মোতায়ন করা হয় দুর্ঘটনা এড়াতে। ভীমপুর থানার এসআই বাবুল সাহা এসে অবরোধে আটকে থাকা গাড়িগুলো পাস করিয়ে দেন। এমনকি বেরিকেড দিয়ে রাখে হয় যাতে ওখান থেকে কোন বড় গাড়ি গিয়ে দুর্ঘটনার কবলে না পরে। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পাকুড় গাছির মেম্বার আমাদের জানান যে,এই ব্রিজের ভাঙা স্থান মেরামত নিয়ে অতিসত্বর জেলায় আলোচনা করবেন ৷ যাতে ভাঙা স্থান তাড়াতাড়ি সাড়িয়ে দেওয়া যায়। গ্রাম বাসীদের দাবি অবিলম্বে সারান হোক ব্রিজ,অন্যথায় যেকোনো সময় বড ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।