ব্রিটানিয়া থিন এরারুট যে মধ্যবিত্ত চায়ে ডুবিয়ে খায়নি সে কিছুই খায়নি। শেষ পর্যন্ত ব্রিটানিয়া বিস্কুট কারখানা বন্ধ হয়ে গেল

ব্রিটানিয়া
তমাল সাহা

কারখানা শব্দটির মধ্যে কারিগরির ব্যঞ্জনা থাকায় কারা কারুকাজ করে তাদের দেখার আকাঙ্ক্ষা আমার মধ্যে জারিত হতে থাকে

আমি কারখানায় লোহা গলানোর চুল্লি দেখেছি
আগুন ও শ্রমের ঘাম সেখানে একসঙ্গে খেলা করে

আমার এক যুগপৎ শ্রমিক ও কবিবন্ধু জুট মিলে কাজ করতো
তার সঙ্গে গিয়ে পাটের ফেঁসো ও চটের থলে বুননের কাজ দেখেছি
বদলি কাদের বলে, কাদের বলে ভাগওয়ালা তা জানতে পেরেছি

অনেক কারখানার পাশ দিয়ে যেতে যেতে তেলচিটে গন্ধ পেয়েছি, হাতুড়ি পেটানোর শব্দ শুনেছি

শেষ পর্যন্ত এইসব কারখানার টিনের চালে মরচে ধরে গেছে
কারখানায় লকআউট হয়ে গেছে
কারখানার গেটে বহুদিন ধরে বিশাল আকৃতির তালা ঝুলছে গেটের মাথায় শ্রমিক ইউনিয়নের লাল পতাকাটি
রোদে পুড়ে জলে ভিজে ফিকে হয়ে গেছে

বন্ধ শব্দটি আমি জানতাম
কারখানার কারণে আমি বন্ধ মানে যে লক আউট তা শিখতে পেরেছি

কারখানার গায়ে বিস্কুটের গন্ধ লেগে থাকে
তারাতলা দিয়ে যাবার সময় বিস্কুট কিনে খেতে না পারলেও গরিবরা হেঁটে গেলে বিস্কুটের গন্ধে তাদের পেট ভরে যেতে পারে এমনই ছিল আমার ধারণা

শেষ পর্যন্ত সেই কারখানাটিও বন্ধ হয়ে গেল
কারখানাটির নাম ব্রিটানিয়া

ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আমি খুবই মুষড়ে পড়েছি
বুঝি পৃথিবীর শ্রমশক্তি সম্পূর্ণ লোপাট হতে চলেছে
আর কোনো কারখানা বন্ধ যে ঠেকানো যাবে না সে বিষয়েও এখন নিশ্চিত আমি

ব্রিটানিয়া আমাকে বিস্কুটের গন্ধ শিখিয়েছে
ব্রিটানিয়া আমাকে স্বাদ শিখিয়েছে
ব্রিটানিয়া আমাকে কম ঝামেলায় ফেলেনি!
ব্রিটানিয়া উচ্চারণ কেন ব্রিটান্নিয়া হবে না তা নিয়ে আমি দিদিমণির সঙ্গে তর্ক জুড়ে দিয়েছি
বিস্কিট না বিস্কুট, এনিয়েও কম জটিলতার সৃষ্টি হয়নি!

নারীদের আমি খুব ভালোবাসি
ব্রিটানিয়াকে আমি ভালোবেসে ফেলেছি

ব্রিটানিয়া শিরস্ত্রাণ পরিহিতা বর্ম ঢাল-ত্রিশূল অস্ত্রহাতে এক যোদ্ধা নারী, তার পাশে রাজকীয় সিংহ
সেই যখন পরাজিত তখন আর লড়াই করবার সাধ্য কার?