অবতক খবর,৭ জুন: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকছে বোরিস জনসন। সোমবার আস্থা ভোটে পক্ষে ভোট পরে ২১১ এবং তার বিপক্ষে ১৪৮টি ।
২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি। কিন্তু লকডাউন বিধি ভাঙ্গায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তার কনজারভেটিভ পার্টিরই একাংশ। সোমবার আস্থা ভোটে আবার প্রমাণ হয়ে গেলো তার দিকে রয়েছে অধিকাংশ এমপি।
পার্টিগেট নিয়ে স্যর গ্রাহাম ব্র্যাডি নেতৃত্বাধীন ১৯২২ কমিটির কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন টোরি পার্লামেন্টারি পার্টির ৫৪ জন এমপি। প্রসঙ্গত, ২০২০ সালে জুন মাসে করোনা মোকাবিলায় দেশে লকডাউন জারি করেছিল সরকার। কিন্তু, সেই বিধি ভেঙে সহকর্মীদের নিয়ে ডাউনিং স্ট্রিটে জন্মদিনের পার্টি করেন সস্ত্রীক জনসন। ক্ষমা, জরিমানার পরেও ‘পার্টি গেট’ দুর্নীতি থেকে রেহাই মেলেনি। তাঁকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতেই হয়।