কত মানুষ মরলে তুমি বিস্ফোরণ থামাবে বল গো বোমা!

ব-য়ে বঙ্গ ব-য়ে বারুদ
তমাল সাহা

ঘাসফুল ফুটেছে নীলগঞ্জের ডালে
ছিন্নদেহ পড়লো উড়ে সেই তোমার ঘরের চালে।
বস্তা বস্তা বারুদ পাওয়া গিয়েছে বিশাল হইচই।
বারুদ দিয়েই তো বাজি বানাবে, বানাবে কি দই?

বস্তাভর্তি বারুদ, না বারুদ ভর্তি বস্তা
তুমি যাই লেখো
ম-য়ে মানুষ ম-য়ে মৃত্যু, এখানে খুব সস্তা।

মানুষ মারবে এটাই তো বাজির কারসাজি!
তাই আমি বলি, এটা বাজি নয় বা-বাজি!
এখানে মানুষ তো অনেক ১০ বা ১১ কোটি
কত কমবে মানুষ যদি মরে দশ,এগারো বা বারোটি?

যাবার বেলা বলে যাই, আমি মৃত্যুর চেয়েও বড়
রে রাষ্ট্র! শহরে গ্রামে বাজির কারখানা বানাও
আমাকে বোমা বিস্ফোরণে মারো!