অবতকের শ্রদ্ধা নিবেদন
ভবঘুরে কবিয়াল এবার অগ্নিময় গান গাইতে গাইতে উড়াল দিলেন রবিবার ছয় আগস্ট ২০২৩— গণগায়ক গদ্দার
ভবঘুরে এবার গাইলো ঝড়ের গান
তমাল সাহা
গান তো সকলেই গায়
কজনা তোমার মত গাইতে জানে?
তোমাকে দেখেছি গাইতে গান শহীদ মিনার ময়দানে
গান তো সকলেই গায়
কিভাবে গাইতে হবে,তা কজনা জানে?
তোমার গানের কলা ও কৌশল জীবনে জোয়ার আনে
গান তো সকলেই গায়
আন্ডার গ্রাউন্ডে থেকেও গান গাইতে হয়,
গান গাওয়া যায়
এমন প্রত্যয় আছে আর কার হৃদয় মননে?
গান তো সকলেই গায়
কোন গান গাইলে গুলি খেতে হয়
সে কথা কজন জানে?
তুমি কটা গুলি খেয়েছিলে
একটা গুলি দেহে বিদ্ধ করে নিয়ে গেছো চিতার আগুনে
গণ গায়ক! গণ গায়ক!
শব্দটি শুনেছি, বেজেছে বারবার কানে কানে
লাল পতাকা উড়িয়ে লাল পোশাক পরিধানে
তুমি গেয়েছো গান ভারতবর্ষের প্রান্তরে প্রাঙ্গণে
উদ্বেলিত জনতার সামনে
গদ্দার মহাসমুদ্র পার হয়ে চলে যায়
ভবঘুরের গান অনির্বাণ ছড়িয়ে পড়ে লেলিহান হুতাশনে!