অবতক খবর,১৫ সেপ্টেম্বর,কলকাতা: হাতে গোনা আর কয়েকদিন,তারপরেই ভবানীপুর উপনির্বাচন। এর মধ্যেই জমজমাট প্রচার শুরু হয়ে গেছে। গতকাল গভীর নিম্নচাপের ফলে একাকারে বৃষ্টি হওয়ার দরুন যে কর্মসূচি ছিল যদুবাবুর বাজারে, সেটা স্থগিত করে দেওয়া হয়। কারণ এটি মানুষের জন্য প্রচার! নির্বাচন হলো প্রচার একটা অংশ! তাই আজই সকালবেলায় যদুবাবুর বাজার সংলগ্ন এরিয়াতে এক অভিনব প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল!
মানুষের সকাল বেলাটা যেমন শুরু হয় প্রভাতী অনুষ্ঠান দিয়ে, সেইরকমই তিনি এক অভিনব সনাতনী নাম সংকীর্তনের মাধ্যমে প্রচার সারলেন এবং খোল করতাল সহকারে তিনি নিজেও কীর্তন গাইলেন ও খোল বাজালেন! এই প্রচার দেখতে স্থানীয় মানুষজন মিট করে মানুষ ভিড় জমায় তাদের প্রার্থীকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে যান! এবং প্রত্যেকের কাছে তিনি শুভেচ্ছা বিনিময় করেন ও আগামী ৩০ সেপ্টেম্বর যে ভোট আছে সেদিকটা তিনি বললেন, সকাল-সকাল ভোট দিতে যাতে কোনো সংকোচ না করে, ভয় না পায় সেদিকে তিনি তুলে ধরলেন! তিনি বললেন বিরোধীরা যদি ভয় না পায় তাহলে মুখ্যমন্ত্রী কেন প্রচারে নামছেন ও একাধিক নেতা মন্ত্রীকে কেন নামাচ্ছেন? যদি সে বাচ্চা মেয়ে হয়ে থাকে তাহলে এত বিরোধিতা করার দরকার কি! তুমি তো একজন দুদে রাজনীতিবিদ ও দুবারের মুখ্যমন্ত্রী তাহলে এত ভয় কিসের!