অবতক খবর,৫ মেঃ সম্ভাব্য ঘূর্ণিঝড় “মোকা” আছড়ে পড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন উপকূলে। ঘূর্ণিঝড়ে জেরে নদী ও সমুদ্র বাঁধের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই জন্য সরকারের পক্ষ থেকে সুন্দরবনের সমস্ত নদী ও সমুদ্র বাঁধের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার দ্রুত ব্যবস্থা নেওয়া নির্দেশ দেয়া হয়েছে। নবান্ন থেকে সেই নির্দেশ আসার পর সেচ দপ্তরে আধিকারিকরা তড়িঘড়ি ব্যবস্থা নিতে শুরু করেছে।
ইতিমধ্যেই জেলার সবকটি মহাকুমার ও আলাদা করে বিপর্যয় মোকাবিলা প্রস্তুত নিয়ে বৈঠক শুরু হয়েছে। সেই মতো সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ধবলহাট এলাকা ঘুরে দেখেন। এখানকার নদী বাঁধ ও সমুদ্র বাদ মেরামতির কাজ চলছে সেই কাজ দ্রুত বেগে করার আবেদন জানান। তাছাড়াও দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনে বিভিন্ন নদী বাঁধগুলি কি রকম অবস্থা আছে?
ভয়ানক ঘূর্ণিঝড় আবার সুন্দরবনকে তছনছ করতে আসছে। সেচ দপ্তরে আধিকারিকদের নির্দেশ দিলেন সুন্দরবনের নদী বাঁধ গুলো পরিদর্শন করার।