অবতক খবর,৫ জানুয়ারিঃ ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই চানাচুর কারখানা। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের ধলিরবাটী এলাকায়।
সুত্রে খবর, ক্যানিংয়ের ধলিরবাটী এলাকায় রয়েছে একটি নামী চানাচুর কারখানা। মূলত এই কারখানায় চানাচুর, সোয়াবিন, চাউমিন তৈরি হয়। অন্যান্য দিনের মতো বুধবার কারখানায় কাজ শেষ করে শ্রমিকরা সন্ধ্যায় বাড়ি চলে গিয়েছিলেন।বৃহষ্পতিবার ভোর তিনটে নাগাদ আগুন লাগে।কলকাতায় কাজে যাওয়ার জন্য ট্রেন ধরার উদ্দেশ্যে ক্যানিং স্টেশনে যাচ্ছিলেন কয়েকজন। তাদের নজরে পড়ে আগুন লাগার ঘটনা। তারা স্থানীয় লোকজনদের কে খবর দেয়। স্থানীয়রা প্রথমে ঘটনার কথা জানায় ক্যানিং থানায়। পরে ক্যানিং দমকলকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজে হাত লাগায়। সেই মুহূর্তে আগুনের লেলিহান শিখা সমগ্র কারখানা কে গ্রাস করে ফেলে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে খবর দেওয়া হয় বারুইপুর দমকল কে। বারুইপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে। ঘটনায় আনুমানিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে।