অবতক খবর,২৪ জুনঃ ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অনুপস্থিতিতেই মিছিল এবং জনসভা আয়োজিত হল ভরতপুরের মাটিতে।

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কোবির কে ভরতপুর আলেয়া হাই স্কুলের মাঠে তৃণমূলের জনসভা থেকে নাম না করে একাধিক আক্রমণের তীর ছুড়লেন দলের জেলা সভাপতি শাওনি সিংহ রায়। বৃহস্পতিবার বিকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নং ব্লকের কিষাণ মান্ডি থেকে শুরু করে ভরতপুর আলেয়া হাই স্কুল পর্যন্ত উক্ত এলাকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজেনের নেতৃত্বে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি মিছিল আয়োজিত হল। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি শাওনি সিংহ রায়, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক ভীশ্বদেব কর্মকার, কান্দি পৌরসভার পৌরপ্রধান জয়দেব ঘটক সহ ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের একাধিক নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। তবে এদিনের এই মিছিল এবং জনসভায় উপস্থিত ছিলেন না ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কোবির। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগের মুহূর্তে ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবিরের অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য গোষ্ঠী কোনদল অসস্তিতে ফেলতে পারে শাসক শিবির কে এমনটাই মনে করা হচ্ছে। এদিনের এই জনসভায় তৃণমূলের জেলা সভাপতি সাওনি সিংহ রায় বিরোধী দলের উদ্দেশ্যে একাধিক আক্রমনের তীর ছুরে দিলেন।