অবতক খবর,১৯ মার্চ,মালদা: ভরাট হয়ে যাওয়া পুকুর খননে বাধা গ্রামবাসীদের। খননের কাজ বন্ধ করে দিয়ে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ কয়েকশো গ্রামবাসীর। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংলিশ বাজার থানার উত্তর যদুপুরের জহুর পুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ এই জায়গাটি গর্ত থাকার ফলে নানা রকম সমস্যা হত তাদের। সাপ পোকা মাকরের উপদ্রব ছিল। সাপের কামড়ে এবং এই গর্তে পড়ে গিয়ে দুই এক জন গ্রামবাসীর মৃত্যু পর্যন্ত হয়েছে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কে বা কারা পুনরায় এই গর্ত খনন করছে। তাই খননের কাজে বাধা দিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ভরাট হয়ে যাওয়া গর্ত পুনরায় খনন করতে দেওয়া হবে না এই দাবি তুলে কয়েকশো মহিলা আন্দোলনে সামিল হয়।

এমনকি এদিন প্রশাসনিক আধিকারিকদের ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামের মহিলারা। পুনরায় এটি খনন করা হলে সাপ পোকামাকড়ের কামড়ে কোন গ্রামবাসীর মৃত্যু হলে প্রশাসন দায় নিবে অভিযোগও করেন গ্রামবাসীরা। এই বিষয়ে এক প্রশাসনিক আধিকারিক জানান, এইভাবে পুকুর ভরাট করা যায় না। গ্রামবাসীদের বক্তব্য তাদের সমস্যা থাকাই তারা এই ভরাট করেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।