অবতক খবর,২৭ মার্চ : ভর দুপুরে ফের বোমাবাজি জগদ্দল আটচালা বাগান এলাকায়। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির ঠিক পাশেই এই আটচালা বাগান এলাকায় কানাই চৌধুরী নামে জুটমিল শ্রমিকের বাড়ির চালে কে বা কারা বোমা মারে। সেই সময় তারা দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে এই বোমা পড়ায় তারা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়।