অবতক খবর,২৮ জানুয়ারি: ভর সন্ধ্যায় ভাঙড়ে চললো গুলি। আহত জাহির পুরকাইত নামে এক যুবক। চন্দনেশ্বর থানার জীবন তলা বনগ্রামে বাড়ি হলেও তিনি ভোজেরহাটের ভাটিপোতাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। সন্ধ্যায় রাস্তার পাশেই বাইকের ওপর বসেছিল। সেখানেই গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে কলকাতার হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে।