অবতক খবর,২২ মার্চ: নবাবের শহরের ভাগীরথীর দুই পাড়ের পর্যটন কেন্দ্রকে হাতের নাগালের করার লক্ষ্যে দীর্ঘদিনের দাবি মেনে এবার ব্রিজ তৈরির তৎপরতা শুরু হয়ে গেল। সরকারি প্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিক্রমা ও পরিদর্শন করলেন নবগ্রামের বিধায়ক।

জানা যায় নবাবের শহর মুর্শিদাবাদের লালবাগ কেন্দ্রিক ভাগিরথির পশ্চিম ও পূর্ব পাড়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। পূর্ব পাড়ে যেমনভাবে হাজারদুয়ারি কাটরা মসজিদসহ রয়েছে নানান পর্যটন কেন্দ্র তেমনি পশ্চিম পাড়ে রয়েছে সিরাজদৌলার কবর কীরিট্বেশ্বরী মন্দির ,ধামসহ বেশ কিছু জায়গা। আর একসঙ্গে দুই পাড়ের জায়গা ভ্রমের জন্য পর্যটকদের হতে হয় নাজেহাল। ৫ কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে হয় ৫০ কিলোমিটার ঘোরে । এমনকি লালবাগ সদরঘাট দিয়ে গাড়ি পার হতে গিয়ে ঘটে গিয়েছে বহুবার দুর্ঘটনা। দীর্ঘদিন থেকেই লালবাগ সদরঘাট আমানিগঞ্জ কেন্দ্রিক সেতু বা ব্রিজের দাবি উঠে আসছিল। এবার সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন নবগ্রামের বিধায়ক।

শুক্রবার নবগ্রামের বিধায়কের চিঠির পরিপ্রেক্ষিতে বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের সঙ্গে ঘটনাস্থলে এলেন সরকারি আধিকারিকরা। ব্রিজ তৈরির জন্য দেখলেন সমস্ত বিষয় খতিয়ে।

স্থানীয়দের দাবি যদি ব্রিজ নির্মাণ হয় একদিকে যেমন পর্যটক তেমনি উভয়পারের সাধারণ মানুষের উপকৃত হবে। ৫ কিলোমিটারের রাস্তার জন্য নাজেহাল হতে হয় ৫০ কিলোমিটার ঘুরে।