অবতক খবর,১২ জুলাই,ভাঙড়: মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত ভাঙড়। ভোট গণনার রাত থেকে অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। কাঁঠালিয়ায় গণনা কেন্দ্রের বাইরে পড়তে থাকে পরপর বোমা। রাতজুড়ে শুধু বোমাগুলির শব্দ। বোমার আঘাতে জখম অতিরিক্ত পুলিশ সুপার। জখম তাঁর দেহরক্ষীও। কাঁঠালিয়া স্কুলের পাশে একাধিক জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বোমা। থমথমে এলাকা। সকাল থেকেই ১৪৪ ধারা জারি ভাঙড়ে।ভাঙড়ের রাস্তায় এখনও পড়ে তাজা বোমা।

পড়ে রয়েছে রক্ত। এলাকা থমথমে। মোতায়েন প্রচুর পুলিশ। পড়ে রয়েছে ভাঙচুর অবস্থায় থাকা পুলিশের গাড়ি।ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের বলি ১।ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক আইএসএফ কর্মীর। মৃত আইএসএফ কর্মীর নাম হাসান আলি মোল্লা (২৬) আরজিকরে ভর্তি ছিলেন। সকালবেলা মৃত্যুর খবর আসে।ভাঙড়ে হিংসার ঘটনায় গ্রেফতার ১।