অবতক খবর: পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ে তিনজনের মৃত্যুর ঘটনার জল গড়াল এবার আদালতে। কলকাতা হাইকোর্টে এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মৃত্যু নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এছাড়া পঞ্চায়েত নির্বাচন পর্বে ৪৩ জনের মৃত্যু নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, ভোটে কারচুপির অভিযোগে মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাঁঠালিয়া এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন আরও এক যুবক। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছে স্থানীয়রা। এ ছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক পদস্থ কর্তা এবং এক পুলিশকর্মী। বুধবার সকাল থেকেই এলাকায় জোরদার পুলিশি টহল শুরু হয়েছে। চলছে ধরপাকড়।
গত মঙ্গলবার ভাঙড়-২ ব্লকের কাঁঠালিয়ার গণনাকেন্দ্রে চলছিল জেলা পরিষদের ভোটগণনা। আইএসএফ নেত্রী রেশমা খাতুন অভিযোগ করেন, তাঁদের জেলা পরিষদের প্রার্থী জাহানারা খাতুন প্রথমে পাঁচ হাজার ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু রাত সাড়ে ১২টা নাগাদ বিডিও জানান, জাহানারা ৩৬০ ভোটে হেরে গিয়েছেন।এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।