অবতক খবর,২৫ জানুয়ারি: ভাটপাড়া সবুজ সংঘের মাঠে সি.আই.সি অমিত গুপ্তার উদ্যোগে অনূর্ধ্ব ১৪ সিআইসি ক্রিকেট টুর্নামেন্টে খেলার শুভ সূচনা হলো।

এই অনূর্ধ্ব ১৪ সিআইসি ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সহ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জলদপ্তরের সিআইসি অর্থাৎ খেলার মূল উদ্যোক্তা অমিত গুপ্তা, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, প্রখ্যাত ক্রিকেট কোচ দেবেশ চক্রবর্তী, তৃণমুল নেতা মন্নু সাউ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই খেলায় বিজয়ীদের হাতে স্বর্গীয় ধরম পাল গুপ্তা উইনারস কাপ ট্রফি ও স্বর্গীয় প্রদীপ ঘোষ ওরফে বুকি রানার্স ট্রফি দেওয়া হবে। খেলার শুরুতেই জাতীয় সংগীত করার মধ্য দিয়ে উপস্থিত অতিথিরা ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে দেখা গেল।