অবতক খবর,১৭ মার্চ:  দোলের দিন ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকার বাসিন্দা বছর ৪০ এর টিংকু সাউকে তৃণমূল আশ্রিত গুন্ডারা পিটিয়ে মারার অভিযোগ আনলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে। প্রিয়াংকু বাবু আরোও অভিযোগ করেন ভয় দেখিয়ে পুলিশের পক্ষ থেকে কোন অভিযোগ করতে দেওয়া হয়নি। যদিও এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তাপস রায় জানান বিজেপির নেতার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার পাশাপাশি আরোও বলেন টিংকু সাউয়ের পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ করা হয়নি। যদিও পুলিশ প্রশাসন এই ঘটনার উপর নজর রেখেছে। যে কোনরকম সহযোগিতার দরকার হলে তারা করতে প্রস্তুত বলে জানালেন তাপস বাবু।