অবতক খবর,২১ মে: ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ সাংসদ অর্জুন সিং এবং তাঁর ভাইপোকে আইনি নোটিশ দিল সিআইডি। গত বৃহস্পতিবার রাতে ‌ অর্জুন সিং-এর ভাটপাড়ার বাড়িতে সিআইডি’র একটি টিম এসে এই আইনি নোটিশ দিয়ে যায়। তবে সেই সময় বাড়িতে ছিলেন না সাংসদ।

এই নোটিশে পরিষ্কার উল্লেখ করা হয়েছে আগামী ২৫ তারিখের মধ্যে অর্জুন সিং এবং তাঁর ভাইপো  সৌরভ সিং কে ভবানীভবনে সিআইডির আধিকারিক দের সামনে উপস্থিত হতে হবে।

কয়েক কোটি টাকার ব্যাংক কেলেঙ্কারি তে যুক্ত রয়েছেন অর্জুন বলে cid সূত্রের দাবি।অর্জুন কো-অপারেটিভ ব্যাংক এর চেয়ারম্যান থাকা কালীন তিনি পৌরসভার ভুও টেন্ডার ডেকে লোন পাইয়ে দেন কিছু মানুষকে। পরে সেসব লোন গ্রহীতা থেকে টাকা তিনি নিজের ভাইপো পাপ্পু সিং এর মারফত কেড়ে নেন। শুধু তাই নয়, তিনি তখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ও ছিলেন। তিনি ভুও টেন্ডার ও তৈরি করেন।

অর্জুন সিং এর এই কেলেঙ্কারি অবতক খবর এ প্রকাশিত হয় ও পড়ে পুলিশ তদন্ত শুরু করে। সোমনাথ শ্যাম এই নিয়ে মামলা করেন। তদন্তের ভার পরবর্তী কালে পুলিশ থেকে cid নিজের হাতে তুলে নেয়। দেখাযায় অর্জুন পৌরসভা ও কো-অপারেটিভ ব্যাংক উভয় পদে বসে সরকারি টাকা ও জনগণের টাকা লুট করেছেন। cid তদন্ত করে

বেশকয়েকজন কে গ্রেফতার করে। তাদের জেরা করে এই মামলায় অর্জুনের লিপ্ত থাকার প্রমান পাওয়া যায়। তাই এবার cid সাংসদ অর্জুন সিং কে ও তার ভাইপো সৌরভ সিং কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।