অবতক খবর,৯ জুলাই: রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যে সমস্ত নির্দেশিকা জারি হয়েছে।

সেই নির্দেশিকা মতন বিভিন্ন পৌরসভার তরফ থেকে অবৈধ দোকান সরকারি জায়গার মধ্যে থাকলে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এবং জেসিবি নিয়ে ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু ভাটপাড়া পৌরসভা অঞ্চলে বিভিন্ন জায়গায় মেন রোডের উপরে ফুটপাতে বাজার থেকে শুরু করে ব্যবসাদাররা তাদের দোকান সামনের দিকে আরো বাড়িয়ে নিয়েছে। এবং কিছু কিছু রাস্তা হসপিটাল বা আর্মি ক্যাম্পে যাওয়ার মেইন রাস্তা। তার উপরেও চলছে দোকানপাট ।

এরফলে স্কুল টাইম থেকে শুরু করে বিভিন্ন সময় বড় বড় গাড়ি, অ্যাম্বুলেন্স আটকে পড়ছে। এর ফলে অনেক মানুষের বড়োসড়ো বিপদ ঘটতে পারে ।

এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা সার্ভে শুরু করেছি। ভাটপাড়া পৌরসভার তরফ থেকে খুব শীঘ্রই হকার উচ্ছেদের কাজ শুরু হবে। এখনো কিছুদিন টাইম লাগবে দোকানপাট সরাতে ।

তার সাথে সাথে যারা ফুটপাতে ব্যবসা করছে তাদেরকে অন্য জায়গায় সরানোর চেষ্টা চলছে।