অবতক খবর,১ জুলাই: শ্রাদ্ধানুষ্ঠানে খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া শান্তিপল্লী এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুন শ্রাদ্ধানুষ্ঠান ছিল কাঁকিনাড়া শান্তিপল্লীর কৈরী পরিবারে।
ওইদিন রাতে খাওয়া দাওয়া সেরে বাড়িতে যেতেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। সূত্র বলছে, খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে অর্ধ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কেউ সরকারি হাসপাতালে, আবার কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে আক্রান্ত বেশিরভাগ বাড়িতে থেকেই চিকিৎসা করছেন।
শ্রদ্ধানুষ্ঠানের খাবার খেয়ে এতবড় ঘটনা ঘটলেও, সংবাদ মাধ্যমের কাছে কেউ মুখ খুলতে চাননি। এই ঘটনা নিয়ে ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, নিমন্ত্রণ বাড়িতে খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ছয়জন পুরুষ এবং ছয়জন মহিলা ভর্তি আছেন। তাদের অবস্থা এখন স্থিতিশীল। তাঁর দাবি, খাদ্যে বিষক্রিয়ার জন্য এই ঘটনা।