অবতক খবর :: গতকাল  সকালে ভাটপাড়া থানার ৮৫ নম্বর রুটের WB-23C-8089 বাস নৈহাটি দিকে যাওয়ার  সময় অপরদিকে ভাটপাড়া মুখী দিকে আলু নিয়ে যাওয়ার  সময় একটি ছোট হাতি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে এর ফলে পার্শ্ববর্তী একটি চায়ের গুমটি দোকানের মালিক “রেখা নাথের” দোকানের দেওয়ালের খসে গিয়ে গুরুতর আহত হন।

উক্ত ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলে ভাটপাড়া থানার পুলিশ আধিকারিক এর উপস্থিতিতে প্রশমিত হয়। যদিও এলাকাবাসীদের পক্ষ থেকে এই ইস্ট ঘোষপাড়া রোড এর সমস্ত বাস গুলি জোরে চালানোর কথা জানান। ঘটনার খবর পেয়ে দ্রুত চলে আসেন ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর মোহনদাস ও মদন মোহন ঘোষ মহাশয় দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা পর ইলেকট্রিক পোস্ট পুনরায় স্থাপিত হওয়ার পর বাস চলাচল শুরু হয়। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও কনডাক্টর পলাতক।

এক প্রশ্নের উত্তরে ভাটপাড়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মদনমোহন ঘোষ জানান এই ঘোষপাড়া রোডের উপর দিয়ে ৮৫ নম্বর বাস গুলি দ্রুততম ভাবে চলাচল করে। যদিও এই অঞ্চলের চারটি হাইস্কুল ও তিনটি প্রাইমারি স্কুল থাকা সত্ত্বেও। অন্য আর এক প্রশ্নের উত্তরে ভাটপাড়া থানার এস.আই দেবভারতী বিশ্বাস জানান আইনানুগ পদ্ধতিতে বাসের চালক ও কনডাক্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। যদিও এই বাস দুর্ঘটনায় এক জন আহত হয়েছেন কিন্তু কোনো নিহতর কোনো খবর নেই।