অবতক খবর,৬ আগস্ট,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লীতে এক ভারতীয় সেনা কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো রাত্রে।
ওই সেনা কর্মীর নাম স্নেহাংশু ঘোষ। তিনি বর্তমানে ভারত-চীন সীমান্তে কর্মরত রয়েছেন।
বাড়ি থাকেন তার স্ত্রী ও দুই মেয়ে।
তার স্ত্রী তাপসী ঘোষ বাবার বাড়ি গিয়েছিলেন পুজো দেখতে।
বাড়িতে না থাকার সুযোগ পেয়ে বাড়ির সর্বস্ব লুট করল ডাকাত দলেরা।
তাপসী ঘোষ জানান,আজ সকালে প্রতিবেশী লালু বৈরাগ্য ফোন করে জানায় তার বাড়ির মেন দরজার তালা ভাঙ্গা।
তিনি তড়িঘড়ি বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বাড়িতে কুড়ি ভরি সোনা,৩০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার আসবাবপত্র নিয়ে গেছে।
তিনি লিখিত অভিযোগ জানান ভাতার থানায়।
ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
সব মিলিয়ে এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।