অবতক খবর,২৫ আগস্ট: পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে রামকৃষ্ণ পল্লিতে এক সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় ধৃতদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া সোনা উদ্ধার করল পুলিশ।
ওই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে কাটোয়ার দাঁইহাটের এক ব্যবসায়ীকে।
সুদীপ মোদক নামে ওই ব্যবসায়ীর দোকান ও বাড়িতে মঙ্গলবার রাতে হানা দিয়ে পুলিশ ৮৬ গ্রাম সোনা উদ্ধার করেছে।
সুদীপ মোদককে গ্রেফতার করা হয়। সপ্তাহ দুয়েক আগে রামকৃষ্ণ পল্লিতে এক সেনাকর্মীর বাড়িতে চুরি হয়। প্রচুর সোনা, নগদ টাকা ও বাসনপত্র চুরি যায়। গত ২৩ তারিখ রাতে পুলিশ রবীন্দ্রপল্লি এলাকা থেকে শেখ আলম ও নাসিরউদ্দিন শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। দুজনেরই বাড়ি কাটোয়ার করজগ্রাম।
তাদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে পারে সেদিন ওই চুরিতে তারাই যুক্ত। ধৃতদের নিয়ে পুলিশ মঙ্গলবার রাতে করজগ্রাম ও দাঁইহাটে হানা দেয়। ধৃতরাই পুলিশকে দেখিয়ে দেয় কার কাছে তারা চোরাই সোনা বিক্রি করেছিল।
পুলিশ ওই চোরাকারবারীকে গ্রেফতার করে আজ পাঠালো বর্ধমান আদালতে।