অবতক খবর,অনুপ কুমার মন্ডল,নদীয়া,১২ জানুয়ারিঃ ভারতীয় গণনাট্য সংঘ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের যৌথ উদ্যোগে মদনপুর বটতলা প্রাথমিক বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উদযাপন করা হ’ল। শীতের ভ্রুকুটি এড়িয়ে শতাধিক বিবেকানন্দ ভক্তিপ্রাণা মানুষ এই সুন্দর মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে প্রায় তিন ঘণ্টার এক মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশিত হ’ল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী শম্ভুনাথ মুখার্জী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ড. তাপস ব্যানার্জী।

অভীক শাখার অনুষ্ঠানে প্রতি ক্ষেত্রেই কিছু না কিছু অভিনবত্ব থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিশ্রুতিমান সঙ্গীত শিল্পী অনামিকা সরকার, আবৃত্তিকার অগ্নিজা ঘোষ ও সৈকত বিশ্বাস তাদের অসামান্য শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করেন। তৎসহ রুদ্রবীণা ও অভীক শাখা সঙ্গীত পরিবেশন করেন। বিবেকানন্দের ভাবধারা ও বর্তমান ভারত প্রসঙ্গে রসগ্রাহী আলোচনা করেন অধ্যাপক ড. বাদল দত্ত।