অবতক খবর,১১ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:ভারতীয় জীবন বীমার এজেন্ট সংগঠনের সর্বভারতীয় লিয়াফির মন্তেশ্বর S ,O ,
পক্ষ থেকে মন্তেশ্বর বাজার সংলগ্ন একটি সেমিনার হলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে , আজ বেলা ১০টা থেকে শুরু হওয়া জেলা ও ব্লকের বিভিন্ন ভারতীয় জীবন বীমার বিভিন্ন শাখা থেকে প্রায় দুই শতাধিক ভারতীয় জীবন বীমার এজেন্ট প্রতিনিধিদের নিয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা দিনে কালনা ব্রাঞ্চের ভারতীয় জীবন বীমার সর্বভারতীয় লিয়াফির মন্তেশ্বর S O ২১ তম বাৎসরিক সম্মেলন ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । ভারতীয় জীবন বীমার এজেন্টদের
সর্বভারতীয় লিয়াফির কালনা ব্রাঞ্চের মন্তেশ্বর S,O কমিটির সম্মেলন আয়োজনের পক্ষ থেকে বিশ্বজিৎ মুখার্জী, মিলন রায় রমেশ চন্দ্র কর, প্রদীপ কুন্ডু, অপূর্ব অপুর্ব সোমরা জানান বেলা ১১টায় সম্মেলন সম্মেলন প্রাঙ্গণে ভারতীয় জীবন বীমার এজেন্টে সংগঠনের লিয়াফির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। এই সম্মেলন থেকে ভারতীয় জীবন বীমার এজেন্ট সংগঠনের লিয়াফির মাধ্যমে এজেন্টদের ন্যায্য অধিকারের কথা তুলে ধরে ও তাদের পাশে থেকে সংগঠনকে ঢেলে সাজিয়ে, ব্রাঞ্চে ব্রাঞ্চে লিয়াফির কমিটি গঠন, ও এজেন্টদের অসংগঠিত শ্রমিক হিসাবে গ্রাজুয়েটি ন্যূনতম পাঁচ লক্ষ টাকা দেওয়ার প্রদান। ভারতীয় জীবন বীমার পলিসির উপর সর্ব স্তরের জি,এস,টি প্রত্যাহার করা দাবি সহ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য রেখে আজ মন্তেশ্বরে অনুষ্ঠিত হওয়া কালনা ব্রাঞ্চের মন্তেশ্বর S ,O কমিটির ভারতীয় জীবন বীমার এজেন্টদের সর্বভারতীয় লিয়াফির এই সম্মেলন ও প্রশিক্ষণ শিবির বলে জানান কর্মকর্তারা। এই সম্মেলনের মাধ্যমে কালনা ব্রাঞ্চের ভারতীয় জীবন বীমার এজেন্ট সংগঠনের ধর্ম ভারতীয় লিয়াফির মন্তেশ্বর SO কমিটির সংগঠনের সভাপতি রমেশ চন্দ্র কর, সাধারণ সম্পাদক প্রদীপ কুন্ডু নিয়ে পাঁচজনের নতুন নির্বাচিত কমিটি গঠিত হয় বলে জানা যায় এই সম্মেলনের উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেন্ট্রাল এডুকেশন কমিটির চেয়ারম্যান রবিনারায়ন মিশ্র , ইস্টান জোনাল সভাপতি অরুপ ব্যানার্জি।
সহ জীবন বীমার এজেন্টদের মন্তেশ্বর শাখার বিশ্বজিৎ মুখার্জি, অপূর্ব সোম, রমেশ চন্দ্র কর, প্রদীপ কুন্ডু আরো অনেকে।