অবতক খবর,২১ আগস্টঃ সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। হ্যাঁ, এই ধ্বনিকে সামনে রেখেই কল্যাণী পৌরসভার চেয়ারম্যান কাপের ২০২৩ এর যাত্রা শুরু হয়ে গেল ২০শে আগস্ট রবিবার। কল্যাণী পৌরসভার উদ্যোগে বিগত কয়েক বছর ধরেই কল্যাণী টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে চেয়ারম্যান কাপ। ঠিক সেরকমভাবেই এ বছরও চেয়ারম্যান কাপের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের একাধিক নামকরা ব্যক্তিত্বরা। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কল্যাণী পৌরসভার উদ্যোগে এক সপ্তাহ ব্যাপী এই চেয়ারম্যান কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন, উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন ফুটবলাররা। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিক, রানাঘাট দক্ষিণের জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলী ও কল্যাণী পৌরসভার একাধিক কাউন্সিলরগণ। সকলের উপস্থিতিতে এবং সকলের আগমনে 2023 এর চেয়ারম্যান কাপ পথ চলা শুরু করল রবিবারের সন্ধ্যায়।

যার উদ্যোগে এই আয়োজন অর্থাৎ কল্যাণী পৌরসভার পৌর পিতা ডাঃ নিলিমেশ রায়চৌধুরী এই অনুষ্ঠান সম্পর্কে জানান, বাঙালির আবেগ ফুটবল আর সেই আবেগকেই ধরে রাখার জন্য এই চেয়ারম্যান কাপ। সঙ্গে সঙ্গে তিনি আরো জানান, কল্যাণী যদি খেলোয়াড় সরবরাহ করা বন্ধ করে দেয় কলকাতার মাঠে, কলকাতার মাঠগুলো অন্ধ হয়ে যাবে।

এই চেয়ারম্যান কাপে অবতকের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন।তিনি জানান, খেলার এমন একটা পরিবেশ কোভিড মহামারির পর কল্যাণীতে এসে দেখলাম। সত্যিই খুব ভালো লাগছে আবার এরকম পরিবেশ দেখতে পেয়ে।