অবতক খবর , সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- ডুয়ার্সের চাবলয়ের চাশ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে সোচ্চার হল ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে একটি র‍্যালি বের হয়।

 

র‍্যালিটি মাল কলোনি থেকে বেরিয়ে ঘড়িমোড়ে একটি পথসভা করে। তারপর সংগঠনের নেতৃত্বরা মালের এসিস্ট্যান্ট লেবার কমিশনারকে একটি ডেপুটেশন দেয়।

তাতে দাবি করা হয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র‍্যাচুইটির টাকা ঠিকমত প্রদান,চাবাগানে আধার কার্ড সংশোধনের ব্যাবস্থা করা, অবিলম্বে বন্ধ চাবাগান খোলার ব্যাবস্থা করা,শ্রমিকদের মজুরি বৃদ্ধি,জমির পাট্টা প্রদান প্রভৃতি।

সংগঠনের মাল ব্লক সভাপতি অনিল ওঁরাও বলেন, চাশ্রমিকরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়ে আছে।তাদের দৈনিক মজুরি যথেষ্ট কম।পি এফ এর টাকা কাটা হলেও তা ঠিকমত জমা পড়েনা।আজ আমরা কয়েকটি দাবি নিয়ে এসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে সমস্যা সমাধানের আর্জি নিয়ে ডেপুটেশন জমা দিতে এসেছি।